ছবি : কৃষি কথা, ফসলের সমারোহ।
প্রান্তিক কৃষিজমিতে, মাঠে পদচারণায় এক কৃষক মন খুলে ও মনের সুখে কথা বলে, মনের প্রচন্ড বিশ্বাস বিধাতা কাউকে বিমুখ করেন না। দুই ছেলে তিন মেয়ে নিয়ে তাদের সংসার। এক মেয়ে স্কুলে পড়ে,অন্য ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছে। এবার ধানের আবাদের কথা বলতে মুখে হাসি নিয়ে বলে এবার ধানের চেহারা ভালো আছে, ধান ভাল হবে, সারাদিন মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, এইলুকোচুরি খেলায় আজকে দিন যায়, জমিতে হালকা পানি লেগে আছে, কৃষক তার নিত্যদিনে কাজ করতে থাকেন, সাথে আবার মাছ ধরেন, ধান খেতে হালকা বাতাসে দোলা খেতে থাকে, বৃষ্টিতে ভিজে কৃষক ও ক্ষেত ফসল , দেখতে ভালোই লাগছে। কৃষকের নাম সরকার টুডু। প্রকৃতির সাথে প্রেম। বিশ্বাস তার বিধাতা উপর।
মতামত