স্বাস্থ্য

টমেটো বিহীন টমেটো সস্ কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা!

প্রিন্ট
টমেটো বিহীন টমেটো সস্ কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা!

ছবি : দন্ড প্রাপ্ত কারখানা


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু নাঈম:-

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংকী পূর্বপাড়া "জহির সস্ এন্ড চানাচুর কারখানার" মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার ১৭/৯/২৫, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (UNO) আব্দুল্লাহ আল রনী। 

জানা যায়, দীর্ঘদিন যাবৎ নোঙরা পরিবেশে এই কারখানায় বিভিন্ন ধরনের মুখ রুচক খাদ্য তৈরি করছে এবং সেই সাথে রঙ মেশানো ভেজাল পণ্য বাজারজাত করে আসছিল।