চট্টগ্রাম

শিরোনাম : টেকনাফ উত্তল লম্বরী সিএনজি লাইম্যান ইয়াছিন এর নিজ বাসা থেকে গ্যাস সিলিন্ডার ভেতর থেকে ৪৪,৪০০ পিস ইয়াবাসহ দুই জন কে আটক করছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি,

প্রিন্ট
শিরোনাম : টেকনাফ উত্তল লম্বরী সিএনজি লাইম্যান ইয়াছিন এর নিজ বাসা থেকে গ্যাস সিলিন্ডার ভেতর থেকে ৪৪,৪০০ পিস ইয়াবাসহ দুই জন কে আটক করছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি,

ছবি : উত্তর লম্বরী ২নং ওয়ার্ড


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫

*টেকনাফে উত্তর লম্বরী মো: ইয়াছি ( প্রকাশ সি এন জি লাইম্যান ইয়াছিন) এর নিজ  বাসা থেকে  টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি গোপন সংবাদ   ভিত্তিতে  সন্দেহজনকভাবে একটি গ্যাস সিলিন্ডারের ভিতর  থেকে । 

৪৪ ৪০০ পিস ইবাসহ ঘটনা অস্থল  থেকে দুজনকে আটক করছে। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি। 

গ্রেতারকৃত আসামীর নাম. ১/

মো:ইয়াসিন  (৩৯)। পিতা: মৃতু.মোহাম্মদ আব্দুল্লাহ, মাতা :মৃতু ইসলামা খাতুন

গ্রাম, উত্তর লম্বরী ২নং ওয়ার্ড, টেকনাফ 

২/ রহমত আলী,পিতা:আবু সামাদ

মাতা : জয়া খাতুন 

গ্রাম : ছোট হাবিব পাড়া 

বর্তমান তাকে ক্ষেতিবিল ৭ নং ওয়ার্ড, টেকনাফ 

  গ্রেফতারকৃত দুই জন  উক্ত ব্যাক্তি হল সরাসরি  স্থানীয়। 

আটক দুই জন কে  টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে  টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি  সদস্যরা।

উক্ত টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এরা  জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান টেকনাফ  থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া  অব্যাহত থাকবে বলে । জানান বিজিবির সদস্যরা।