সারাদেশ

মাদক মুক্ত সমাজ গড়তে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং

প্রিন্ট
মাদক মুক্ত সমাজ গড়তে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং

ছবি : ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।


প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ক্রীড়া শক্তি ক্রীড়াই প্রান এই স্লোগানে এলাকার যুবসমাজকে মাদক মুক্ত ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখার জন্য হাজিরপাড়া যুব সমাজের উদ্যোগে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। খেলায় ৩২ টিমের মধ্যে আজ মহান একুশে ফেব্রুয়ারি ফাইনাল খেলায়। জয়পুরা স্পোর্টিং ক্লাব বনাম দিশুয়া একাদশ ক্লাব, জয়পুরা স্পোর্টিং ক্লাব ১ গোলে বিজয় লাভ করেন। প্রধান অতিথি জনাব ফয়েজ উল্লাহ ভূঁইয়া এলাকার যুবসমাজকে খেলার দিকে মনোযোগ হওয়ার জন্য এবং মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে থাকার জন্য সর্বস্তরের জনগণকে আহবান করেন।কোন যুবসমাজ যেন অকালে ঝরে না যায়, তাই ফয়েজ উল্লাহ ভূঁইয়া নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় যুবসমাজকে প্রতিনিয়ত খেলার জন্য উৎসাহিত করে যাচ্ছে। আরও উপস্থিত ছিলেন আতিকুর রহমান রিপন,মোহাম্মদ শাহাজাহান, মুকবুল মাষ্টার, মাসুদ মেম্বার, শেখ পিন্টু, ফিরোজ আলম, বিল্লাল হোসেন তালুকদার সহ আরও বিভিন্ন খেলা প্রেমিকরা উপস্থিত ছিলেন।