সিলেট

দিরাই বাজার সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছদরুল আমিন (বাদশাহ)

প্রিন্ট
দিরাই বাজার সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছদরুল আমিন (বাদশাহ)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দিরাই বাজার মহাজন সমিতি এর ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 

এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তরুণ ব্যবসায়ী নেতা মোঃ ছদরুল আমিন (বাদশাহ) ব্যবসায়ীদের প্রত্যাশা দিরাই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ঐক্য ও উন্নয়নের জন্য একজন তরুণ, সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। 

ব্যবসায়ী মহলের অনেকেই মনে করছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ছদরুল আমিন  (বাদশাহ) নির্বাচিত হলে সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হবে।

প্রার্থীর বক্তব্য  প্রার্থিতা ঘোষণার পর ছদরুল আমিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—এই মহাজন সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থরক্ষার প্ল্যাটফর্ম। 

আমার লক্ষ্য হবে সবার মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দিরাই বাজারকে একটি উন্নত মডেল হিসেবে গড়ে তোলা।” তিনি আরও যোগ করেন, “আপনাদের একটুখানি ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের পথে।”কর্মজীবন ও সামাজিক ভূমিকা মোঃ ছদরুল আমিন একজন ক্রিকেট  প্রেমিক ও  ছোটবেলা থেকেই সামাজিক কাজে সক্রিয় ছিলেন। 

এবং বাজারের ব্যবসায়ীদের সমস্যা সমাধান থেকে শুরু করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় সামনে থেকে ভূমিকা রেখেছেন। সততা, পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে তিনি ব্যবসায়ীদের আস্থাভাজন হয়ে উঠেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে তিনি দিরাই বাজার মহাজন সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য সহজসুবিধা, উন্নত সেবা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।  

তিনি আগামী মহাজন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছেন সকল ব্যাবসায়ীদের দ্বারে দ্বারে।  সাবেক উপজেলা চেয়ারম্যান সহ শতাধিক মানুষ দেখা যায় উনার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। 

দোয়া ও সমর্থন কামনা শেষে তিনি দিরাই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই ভাতিজা। 

দোয়া ও সমর্থনের মাধ্যমে আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিলে আমি আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”