---
আশুলিয়া শ্রীপুরের নতুন নগর মোথনের ট্যাগ এ কোয়েল খামার করে লাখপতি উদ্যোক্তা আব্দুল মোতালেব হোসেন।
বন্ধুর কাছ থেকে পাওয়া দুইটি কোয়েল পাখি আজ দুইটি পূর্ণাঙ্গ খামার, মাসে আয় এক লাখ টাকারও বেশি
সাভার প্রতিনিধি : আবু তালহা
ঢাকার আশুলিয়া শ্রীপুর এলাকার তরুণ উদ্যোক্তা মোতালেব হোসেন প্রমাণ করেছেন—চেষ্টা আর পরিশ্রম থাকলে সাফল্য সম্ভব। এক সময় বন্ধুর কাছ থেকে পাওয়া মাত্র দুইটি কোয়েল পাখি দিয়েই শুরু করেছিলেন তার খামার ব্যবসার যাত্রা।
সেই ছোট উদ্যোগ আজ রূপ নিয়েছে দুইটি বড় কোয়েল খামারে। বর্তমানে প্রতিটি খামারে একজন করে মোট দুইজন কর্মচারী কাজ করছেন। ডিম ও মাংসের বাজারজাতকরণের মাধ্যমে তিনি প্রতি মাসে আয় করছেন এক লাখ টাকারও বেশি।
মোতালেব হোসেন বলেন, “প্রথমে শখের বশে কোয়েল পালন শুরু করি। কিন্তু বাজারে চাহিদা দেখে এটিকে ব্যবসা হিসেবে গ্রহণ করি। আজ এই খামারই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।”
এছাড়া তিনি জানিয়েছেন, তার খামার থেকে কোয়েল পাখি অথবা ডিম পাইকারি দামে কিনতে চাইলে সরাসরি তার সাথে যোগাযোগ করা যাবে।
???? যোগাযোগ : ০১৬০৮৩২৮৮৩১
স্থানীয়দের মতে, মোতালেব হোসেন এখন আশুলিয়া শ্রীপুরের তরুণদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার সাফল্য দেখিয়ে দিয়েছে—সঠিক পরিকল্পনা, শ্রম আর ধৈর্য থাকলে ছোট্ট উদ্যোগও লাখপতির স্বপ্ন পূরণ করতে পারে।
মতামত