ছবি : ডাকসু নির্বাচনে ইতিহাস গড়লেন মহেশখালীর মেয়ে,
দরিয়া নগর কক্সবাজারের মেয়ে ফাতেমা তাসনিম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে বিজয় হয়েছেন।
জুমা মহেশখালী মডেল প্রাইমারী স্কুলের শিক্ষিকা তৌহিদার কন্যা। মহেশখালী পৌরসভার পুটিবিলা পালপাড়ার লাগোয়া পূর্ব পাশে বসবাসরত মরহুম মোজাহের বহদ্দার প্রকাশ লেইঙ্গা মোজাহের বহদ্দার জুমা\'র নানা হন। মরহুম জাকের বহদ্দার ও ডাক্তার আমজাদ জুমা\'র মামা হন।
কক্সবাজার শহরে অবস্থিত মুহাম্মদিয়া লাইব্রেরীতে এক যুগ ধরে চাকুরীরত সিরাজ জুমা\'র পিতা হন। জুমাকে কক্সবাজার এলাকায় বাসি অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছে।
মতামত