খেলাধুলা

সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রিন্ট
সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাভার উপজেলা প্রতিনিধি : 

আবু তালহা

সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নুরুন্নাহার বেগম, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ রেয়াজুল ইসলাম, রোইং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন।

সভায় জানানো হয়, আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদীতে চার দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে “পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫”।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে বড়াল নদী তীর জুড়ে বসবে গ্রামীণ মেলা। সেখানে থাকবে হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, পিঠা-পুলি, নাগরদোলা, লোকজ বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ১১০ সিসি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল এবং চতুর্থ পুরস্কার বড় রেফ্রিজারেটর। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্য শান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হবে ২৪ ইঞ্চি এলইডি টিভি।

সার্বিক পরিচালনায় থাকবে উত্তর বঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, সার্বিক ব্যবস্থাপনায় বিডি নৌকা বাইচ এবং আয়োজনে শোবিজ এন্টারটেইনমেন্ট।