ছবি : ময়মনসিংহ সিটি করপোরেশনে আজ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ছবি:
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন জানান, উন্নয়ন প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে বলে গত বছরের ২১ মার্চ আলী আহাম্মদ নামের এক ব্যক্তি দুদক ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের আমলাপাড়া, ব্রাহ্মপল্লী ও বাঘমারা ড্রেন ও সড়ক নির্মাণ প্রকল্পের ২ কোটি ৭৮ লাখ টাকার কাজের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
দুদকের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে থাকা ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ফিতা টেনে রাস্তা পরিমাপ করে কমবেশি পাওয়া গেছে। সবার সম্মিলিত স্বাক্ষরে প্রতিবেদন দেওয়া হবে।
মতামত