খেলাধুলা

ডিসি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫ : কোয়ার্টার ফাইনালে তাড়াশ উপজেলার দাপুটে জয়

প্রিন্ট
ডিসি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫ : কোয়ার্টার ফাইনালে তাড়াশ উপজেলার দাপুটে জয়

ছবি : কোয়ার্টার ফাইনালে তাড়াশ উপজেলার দাপুটে জয়


প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তাড়াশ উপজেলা ফুটবল দল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে তাড়াশ উপজেলা ৫-০ গোলে চৌহালী উপজেলাকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।

‎‎খেলার শুরু থেকেই তাড়াশ উপজেলা দল আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। ম্যাচের প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও দুইটি গোল যোগ করে জয়ের ব্যবধান বড় করে তোলে। পুরো ম্যাচ জুড়ে তাড়াশের খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে মাঠে নিজেদের শক্তিমত্তা ও দলীয় সমন্বয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

‎‎স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের প্রাণবন্ত উল্লাসে মুখরিত হয়ে ওঠে খেলার পরিবেশ। চৌহালী উপজেলা দল গোল শোধের চেষ্টা করলেও তাড়াশের শক্তিশালী রক্ষণভাগ ও দক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় তারা কোনো গোল আদায় করতে ব্যর্থ হয়।

‎‎আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এই জয়ের মাধ্যমে তাড়াশ উপজেলা সেমিফাইনালে পা রাখলো। আগামীর ম্যাচগুলোতে তারা আরও ভালো পারফরম্যান্স দেখাবে বলে আশা করা হচ্ছে।