ছবি : কোয়ার্টার ফাইনালে তাড়াশ উপজেলার দাপুটে জয়
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তাড়াশ উপজেলা ফুটবল দল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে তাড়াশ উপজেলা ৫-০ গোলে চৌহালী উপজেলাকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।
খেলার শুরু থেকেই তাড়াশ উপজেলা দল আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। ম্যাচের প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও দুইটি গোল যোগ করে জয়ের ব্যবধান বড় করে তোলে। পুরো ম্যাচ জুড়ে তাড়াশের খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে মাঠে নিজেদের শক্তিমত্তা ও দলীয় সমন্বয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের প্রাণবন্ত উল্লাসে মুখরিত হয়ে ওঠে খেলার পরিবেশ। চৌহালী উপজেলা দল গোল শোধের চেষ্টা করলেও তাড়াশের শক্তিশালী রক্ষণভাগ ও দক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় তারা কোনো গোল আদায় করতে ব্যর্থ হয়।
আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এই জয়ের মাধ্যমে তাড়াশ উপজেলা সেমিফাইনালে পা রাখলো। আগামীর ম্যাচগুলোতে তারা আরও ভালো পারফরম্যান্স দেখাবে বলে আশা করা হচ্ছে।
মতামত