কবিতা

শিশুর প্রাণ,

প্রিন্ট
শিশুর প্রাণ,

ছবি : ছবি - দৈনিক বাংলার প্রতিচ্ছবি


প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৫

শিশুর প্রাণ

সাবিনা ইয়াসমিন 

ছোট্ট শিশু ঘুমায় ঘরে

নিশ্চিত মন নিয়ে,

মা গিয়েছে চাচার বাড়ি

কয়েল জ্বেলে দিয়ে।

পাঁচ বছরের অন্য ছেলে 

বোঝে না তো কিছু,

ঘরের মাঝে আগুন দেখে

ডাকছে মা মা পিছু।

দুপুর বেলা প্রতিবেশি

সবাই ঘরের কোণে,

ঘরের চালে তীব্র আগুন

জ্বলেছে হন হনে।

কান্না শুনে তরি ঘুরি 

সবাই ছুটে আসে,

ছোট্ট শিশু পুড়ছে শুনে 

চোখের জলে ভাসে।

আগুন নিভে আনল যখন

ছোট্ট শিশুর দেহ,

কয়লা ছাড়া অন্য কিছু 

দেখে না তো কেহ।

একটি ভুলের জন্য শিশুর 

প্রাণটি গেল ঝরে,

এমন ভুলটি এই সংসারে 

কেউ না যেন করে।