ছবি : সংগৃহীত
স্টাফ রিপোর্টার:মোঃ বোরহান উদ্দিন
বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে কুসুম্বী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাগড়া বসতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৭৫)। তিনি শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তার বাবার নাম মৃত এলাহী বক্স। তিনি ওই ইউনিয়নের বাগড়া বসতি এলাকার বাসিন্দা।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আত্মগোপনে থাকা অবস্থায় সাইফুল ইসলামকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত