ময়মনসিংহ

নান্দাইলে বিগ্রে: ড. শামসের নেতৃত্বে বিএনপি’র বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!!

প্রিন্ট
নান্দাইলে বিগ্রে: ড. শামসের নেতৃত্বে   বিএনপি’র বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামসুল ইসলাম শামস সূর্য্যরে নেতৃত্বে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩রা সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন করা হয়। সকাল ১০ টায় নান্দাইলে বহমান নরসুন্দী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে নান্দাইল উপজেলা ভূমি অফিসের মায়বনে বৃক্ষরোপন ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিকাল ৪ ঘটিকায় ঢাক-ঢোলসহ এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত র‌্যালীতে নান্দাইলের একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দঘন ও স্বত:র্স্ফূতভাবে অংশ গ্রহন করে। র‌্যালী শেষে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে ও বিএনপি নেতা বাবু পল্লব রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামসুল ইসলাম শামস সূর্য্য। এসময় বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, জসিম উদ্দিন, রফিক মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।