জাতীয়

লালমোহন কালমা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!

প্রিন্ট
লালমোহন কালমা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!

ছবি : কালমা ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী


প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৫

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মাগরিবের নামাজের পর ইউনিয়ন বিএনপি আয়োজনে  আলোচনা সভা করা হয়।

আলোচনা সভাপতিত্ব    হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার মাস্টার হাং ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলার মহিলাদের   সভাপতি, (বিএনপির অন্যসংগঠনের)  মোসাৎ: সালেহা বেগম। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২নং কালমা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল বিশ্বাস।

আরো বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলার ছাত্রদলের  সমন্বয়ক মোঃ  জুবায়েরের।

সঞ্চালয়েন হিসাবে  উপস্থাপনা করেন কালমা ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার  সাবেক সভাপতি,কালমা ইউনিয়ন দক্ষিণ শাখার যুবদলের সভাপতি পদপ্রার্থী    মোঃ কামরুল ইসলাম। 

এ বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী  সার্বক্ষণিক সহযোগিতা কালমা ইউনিয়ন ছাত্রদল (দক্ষিণ শাখার)  সভাপতি, কবি মোঃ শামছুউদ্দিন হাওলাদার প্রস্তাবিত সদস্য সচিব আরিফ হোসেন ।

উপস্থিত ছিলেন ছিলেন, কালমা ইউনিয়ন দক্ষিণ শাখার যবুদলের সেক্রেটারি পদ-প্রার্থী  ফরাজি, কালমা ইউনিয়ন দক্ষিণ শাখার কৃষকদলের সভাপতি রুহুল আমিন হাওলাদার,কালমা ইউনিয়ন বিএনপি ৭ং ওয়ার্ডে সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম হাওলাদার, কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক রত্তন খান,৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক রাসেল, কালমা সেচ্ছাসেবক দলের দক্ষিণ শাখার সভাপতি পদ প্রার্থী আলাউদ্দিন দালাল,কালমা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা আলাউদ্দিন পালোয়ান, কালমা শ্রমিকদলে দঃ শাখার সভাপতি কানু ফরাজি,যুবদলের সেক্রেটারি পদ প্রার্থী মোঃ শাহিন,কৃষক দলের লোকমান সরু, খোকন সরু, যুবদল নেতা বিল্লাল ফরাজি,মোঃ  শাহাবুদ্দিন  হোসেন সর্দার, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান বক্তারা। বক্তারা আরও বলেন আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমেই হবে, কোন পিআর পদ্ধতিতে নির্বাচন চান না তারা।

এসময় কালমা  ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।