মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসায় আজ৷ ১সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় নতুন দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
এর মধ্যে প্রাণীবিদ্যা বিষয়ে প্রভাষক পদে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত সিদ্দিকুন্নাহার যোগদান করেন। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। অন্যদিকে এবতেদায়ী শাখায় সহকারী জুনিয়র শিক্ষক পদে মো. ইসমাইল হোসেন যোগদান করেন। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় পূর্বপাড়া গ্রামের সন্তান।
নতুন যোগদানকৃত প্রভাষক সিদ্দিকুন্নাহার আবেগঘন কণ্ঠে বলেন—
“আমি এই প্রতিষ্ঠানে যোগদান করতে এসে সত্যিই অভিভূত হয়েছি। অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষকবৃন্দ আমাকে যে আন্তরিকতায় বরণ করেছেন তা আমি আজীবন মনে রাখব। প্রতিষ্ঠানের পরিবেশ আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর মনে হয়েছে। চারদিক খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক। বলতে গেলে আমি আমার মনের মতো একটি কর্মক্ষেত্র খুঁজে পেয়েছি।”
এসময় শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে দু’জন শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার বক্তব্যে নতুন শিক্ষকদের স্বাগত জানিয়ে বলেন—
“আমরা বিশ্বাস করি, নতুন যোগদানকৃত শিক্ষকেরা প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এছাড়া সহযোগী অধ্যাপক সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন এবং দুই নতুন শিক্ষককে শুভকামনা জানান।
ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মতামত