আওয়ামী লীগ

বগুড়া নন্দীগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের দপ্তর সম্পাদক সুইট গ্রেফতার

প্রিন্ট
বগুড়া নন্দীগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের দপ্তর সম্পাদক সুইট গ্রেফতার

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার:মোঃ বোরহান উদ্দিন 


বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া জেলা দপ্তর সম্পাদক মাসুদ পারভেস সুইট (৩৮) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। রবিবার (৩১ আগষ্ট) দুপুরে অভিযান চালিয়ে ১নং বুড়ইল ইউনিয়নের কালানী বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাসুদ পারভেজ সুইট ১নং বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের রাজা মিয়ার ছেলে। 

নন্দীগ্রাম থানার এসআই রাজিব জানান, মাসুদ পারভেজ সুইট এজাহার নামীয় আসামী। এছাড়াও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাসুদ পারভেজ সুইটকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।