লিড নিউজ

শনিবার দিনভর বিদ্যুৎহীন বড়লেখা ও জুড়ী – চরম ভোগান্তির আশঙ্কা

প্রিন্ট
শনিবার দিনভর বিদ্যুৎহীন বড়লেখা ও জুড়ী – চরম ভোগান্তির আশঙ্কা

ছবি : বড়লেখা উপজেলা বিদ্যুৎ থাকবে না


প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৫

বড়লেখা উপজেলা  প্রতিনিধি 

আগামীকাল শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফরমার মেরামত, বৈদ্যুতিক লাইন সংস্কার ও বিভিন্ন স্থানে নতুন যন্ত্রপাতি স্থাপনের কাজ চলবে। তাই নির্দিষ্ট সময় পর্যন্ত বড়লেখা ও জুড়ীর প্রায় সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। 

চরম ভোগান্তির আশঙ্কা

বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, দিনের বেলায় বিদ্যুৎ না থাকলে বাজার ও দোকানপাটে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হবে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংরক্ষণে সমস্যা তৈরি হবে, বিশেষ করে ফ্রিজে রাখা জিনিস নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, ভ্যাপসা গরমে আলো-ফ্যান ছাড়া পড়াশোনা করা অত্যন্ত কষ্টকর হবে। আসন্ন পরীক্ষার্থীদের জন্য এই সময়টা ভোগান্তিময় হয়ে উঠতে পারে।

স্বাস্থ্যসেবা খাতেও এর প্রভাব পড়বে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোকে পুরোপুরি জেনারেটরের ওপর নির্ভর করতে হবে, এতে ব্যয় যেমন বাড়বে তেমনি সেবায়ও ব্যাঘাত ঘটতে পারে।

 কর্তৃপক্ষের অনুরোধ

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, “অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে দীর্ঘমেয়াদে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই সংস্কার কাজ অত্যন্ত জরুরি।”

তারা সাধারণ জনগণকে বিদ্যুৎ বন্ধের সময়ের জন্য আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।