ছবি : পাট বিক্রিতে ব্যস্ত কৃষক চিত্র: আত্রাই উপজেলা আহসানগঞ্জ হাট থেকে তোলা
উত্তরের কৃষি প্রধান জেলা নওগাঁর আত্রাই উপজেলায় এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। সাথে ন্যায্য দামে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও শুকানোর কাজ শেষে বর্তমানে স্থানীয় হাটগুলোতে চলছে পাট বিক্রি ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আত্রাই উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিছুটা দেরিতে হলেও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এবার ভালো ফলন হয়েছে।
সরেজমিনে উপজেলার একমাত্র কেন্দ্রীয় হাট আহসানগঞ্জ ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর পাটের আমদানি হয়েছে যা অন্যান্য বছরের তুলনায় বেশি। ভালো মানের পাট বিক্রি হচ্ছে মণপ্রতি ৩৮০০ টাকা দরে, আর তুলনামূলক নিম্নমানের পাট বিক্রি হচ্ছে মণপ্রতি ৩৩০০ টাকায়। ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মাঝে আগামীতে আরও বেশি পাট চাষের আগ্রহ ও উদ্দীপনা তৈরি হচ্ছে।
হাটে পাট বিক্রি করতে আসা কৃষক করিম (৪৮) জানান, “এবার পাটের ফলন ভালো হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি থাকায় পাট পচাতে কোনো সমস্যা হয়নি। হাটে এনে ভালো দামে বিক্রি করতে পেরে আনন্দ লাগছে।”
অন্যদিকে পাট ক্রেতা লুৎফর (৪২) বলেন, “এবার প্রচুর পাট পাওয়া যাচ্ছে। মানও ভালো, রঙও উজ্জ্বল হয়েছে। এতে মহাজনের কাছে বিক্রি করেও ভালো দাম পাওয়া যাবে।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, “লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এবার পাট চাষ হয়েছে। কৃষকরা সঠিক নিয়ম ও পরামর্শ মেনে চাষ করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। এছাড়া বাজারে ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকদের পাট চাষে আগ্রহ আরও বাড়বে।”
মতামত