ছবি : মঙ্গলবার ভোরে মস্কোতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হনছবি: রয়টার্স
রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও তাঁর সহযোগীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। তিনি উজবেকিস্তানের নাগরিক। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে মস্কোতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হন। একটি স্কুটারের ভেতরে বিস্ফোরক লুকানো ছিল। দূরনিয়ন্ত্রণযন্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।
মতামত