ময়মনসিংহ

দীর্ঘ ৮ বছর পর জামালপুরে জেলা বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন।

প্রিন্ট
দীর্ঘ ৮ বছর পর জামালপুরে জেলা বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন।

ছবি : দৈনিক বাংলার প্রতিচ্ছবি-সরিষাবাড়ী


প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫

দীর্ঘ ৮ বছর পর জামালপুর জেলা শাখা বিএনপি কর্তৃক আয়োজিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন।

২৩ আগস্ট ২০২৫ (শনিবার) সকাল ১১ ঘটিকায় জেলার লুইজ ভিলেজ রিসোর্ট এর পূর্ব পাশে অনুষ্ঠিত হয়।

জামালপুরের সরিষাবাড়ীর গর্ব জন-নন্দিত জননেতা জনাব, ফরিদুল কবির তালুকদার শামীম। 

যাকে সরিষাবাড়ী বাসী গরীব অসহায় মানুষ বিপদে-আপদে সব সময় পাশে পেয়েছেন। যাকে ঘিরে সরিষাবাড়ী বাসীর স্বপ্ন তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন। দীর্ঘ ১৭ বছর আ.লীগের নির্যাতনের শিকার হওয়া সত্বেও সরিষাবাড়ীর জনগন কে ছেড়ে কোথাও যাননি, সবসময় জনগণের পাশে থেকেছেন। তার হাত ধরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়ে অবহেলিত সরিষাবাড়ী উপজেলা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অসমাপ্ত কাজ নতুন ভাবে সাজাবেন। সংসদীয় আসন-১৪০ জামালপুর-৪ আসনে একক প্রার্থী হ্যামিলনে বাঁশিওয়ালা খ্যাত জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী গণমানুষের নেতা জনাব ফরিদুল কবির তালুকদার শামীম।

উক্ত সম্মেলনে পুণরায় নব নির্বাচিত হন–ফরিদুল কবির তালুকদার শামীম — সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, জামালপুর জেলা শাখা।

এবং এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন — সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, জামালপুর জেলা শাখা।

এছাড়াও,

নবনির্বাচিত-

লোকমান খান লোটন — সিনিয়র সহ-সভাপতি।

দুলাল খান — সহ-সভাপতি। 

লিয়াকত আলী — সহ-সভাপতি। 

খন্দকার রুমেল —সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

সাজ্জাদ হোসেন পল্টন — যুগ্ম সম্পাদক।

মোস্তাফিজুর রহমান আরমান — যুগ্ম সম্পাদক। 

সজিব খান— সাংগঠনিক সম্পাদক।

অরিফ হোসেন বাহাজপো — সাংগঠনিক সম্পাদক 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব, ইকবাল হাসান মাহমুদ টুকু — সম্মানিত সদস্য, বিএনপি - জাতীয় স্থায়ী কমিটি ও সাবেক মন্ত্রী।

উদ্বোধন করেন- জনাব, হাবিব উন নবী খান সোহেল — যুগ্ম মহাসচিব, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জনাব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স — যুগ্ম মহাসচিব, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি।

এবং জনাব, এম. রশিদুজ্জামান মিল্লাত — কোষাধ্যক্ষ, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - জনাব, মোঃ শরীফুল আলম — সাংগঠনিক সম্পাদক, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - জনাব, আবু ওয়াহাব আকন্দ — সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন - জনাব, এ এস এম আব্দুল হালিম — মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য।

জনাব, আব্দুল কাইয়ুম — মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য।

জনাব, মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল — সহ- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক, বিএনপি,জাতীয় নির্বাহী কমিটি।

ব্যারিস্টার বদরুদোজা বাদল — সহ- প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

জনাব, নিলুফার চৌধুরী মনি — সহ- স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক — সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

জনাব, সুলতান মাহমুদ বাবু — সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

এবং জনাব, শামসুজ্জামান মেহেদী — সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

বক্তব্য রাখেন - জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন–ফরিদুল কবির তালুকদার শামীম — সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, জামালপুর জেলা শাখা।

সঞ্চালনায় ছিলেন –এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন — সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর ও সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।