ময়মনসিংহ

নান্দাইলে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন!!

প্রিন্ট
নান্দাইলে ইভটিজিং প্রতিরোধে  শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন!!

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে ইভটিজিং প্রতিরোধে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনে হরিপুর-বাকচান্দা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্তের শিকার হতে হয়। এর প্রতিকার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এছাড়া সম্প্রতি স্থানীয় বখাটে বিজয় (১৬) কর্তৃক একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এর সুষ্ঠু বিচারের জোর দাবি করা হয়। যদি দ্রুত এই ঘটনার বিচার না হয় এবং ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারমিনা আক্তার লাভলী, শিক্ষক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মোবারক, রিয়াদ মিয়া, রফিকুল ইসলাম, কামরুল, জয়, সামি, সোহান, রাব্বীসহ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এবং এলাকার যুবসমাজ এই কর্মসূচিতে অংশ নেয়।