ছবি : সংগৃহীত
স্টাফ রিপোর্টার
অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মাণে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়লো। তিনদিনে প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির প্রথমদিনের আয় ১১১০০ ডলার। এর আগে কলকাতার কোনো চলচ্চিত্র এত অল্প সময়ে এই গ্রস কালেকশন করতে পারেনি। ছবির বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন। বর্তমানে ছবিটির নির্মাতা অনিরুদ্ধ ও প্রযোজক ইন্দ্রানী মুখার্জি যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে প্রচারণায় অংশ নিচ্ছেন।
মতামত