বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলাধীন জুড়ী উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (০৯ আগস্ট ২০২৫) দুপুর ২টায় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় এ কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এবং শপথবাক্য পাঠ করান সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও আফজাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক আলী হোসাইন মিতুল, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, অফিস সম্পাদক মো. রুমেন চৌধুরী, জুড়ী উপজেলা আল ইসলাহ\\'র সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান এবং সাংগঠনিক সম্পাদক খন্দকার শামিম আহমদ।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন:
সহ-সভাপতি: শামসুল ইসলাম, রেদওয়ান হোসাইন। সহ-সাধারণ সম্পাদক: জামিল উদ্দিন, শাকিল আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক: মুমিনুল ইসলাম, শরিফ উদ্দিন, শাহীদ আহমদ, আব্দুল মুমিত। প্রচার সম্পাদক: মেহেদী হাসান ইমন। সহ-প্রচার সম্পাদক: এবাদুর রহমান, আলিম উদ্দিন, মারুফ আহমদ। অর্থ সম্পাদক: সাহাব উদ্দিন। অফিস সম্পাদক: আব্দুস সামাদ শিপন। সহ-অফিস সম্পাদক: হাফিজ সাব্বির আহমদ, রোমান আহমদ, রাসেল আহমদ। প্রশিক্ষণ সম্পাদক: এমদাদুল ইসলাম। সহ-প্রশিক্ষণ সম্পাদক: আবুল হোসাইন খাঁন, তোফাজ্জল হোসেন, সারওয়ার আলম। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আবু সালেহ সাব্বির। সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: হুছাম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, হাসান উদ্দিন, সিরাজুল ইসলাম সাইনুল। তথ্য ও প্রযুক্তি সম্পাদক: শাওন আহমদ। সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মারুফ হোসেন, হারুনুর রশিদ, রেদওয়ানুল ইসলাম আরিফ, আশরাফুল ইসলাম মুন্না।
সদস্য: আজিম উদ্দিন, মতিউর রহমান মিজান, শুয়াইবুর রহমান, আব্দুস শুক্কুর, আকমল হোসাইন ছামি, জুবেল আহমদ, নাইফ আহমদ, দেলওয়ার হোসেন, রিয়াজ উদ্দিন, আলী আমজাদ, সামছুদ্দিন, রাফি আহমদ, তাসনিমুল হাসান মাহি, তুফাজ্জল হোসেন, মাহফুজ আহমদ মাহিন, সামু আহমেদ, আইনুল ইসলাম, রাসেল আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের সফলতা কামনা করেন এবং সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আহ্বান জানান।
মতামত