সিসিএস লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত সিসিএস আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে কমলনগর উপজেলার পক্ষ থেকে ৯ অগাস্ট রোজ শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে হাজিরহাট উপকূল কলেজ মাঠে প্রীতি ম্যাচ ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সিসিএস কমলনগর উপজেলা টিমের সক্রিয় সদস্যরা। খেলায় অংশগ্রহণকারীদের উদ্যম ও খেলার প্রতি ভালোবাসা সবার মন কেড়েছে।
উক্ত টিম বাছাই পর্ব পরিচালনা করেন সিসিএস লক্ষীপুর জেলা কমিটির শাহিন আলম মাহবুব।
প্রীতি ম্যাচে স্থানীয় ফুটবলাররা দক্ষতা প্রদর্শনের পাশাপাশি দর্শকদের মনোরঞ্জন করেন। ম্যাচ দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের উপস্থিতি খেলোয়াড়দের উজ্জীবিত করেছে।
খেলার প্রতিটি মুহূর্তে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বাছাই পর্বে সেরা খেলোয়াড়দের নিয়ে সিসিএস কমলনগর উপজেলা ফুটবল টিম চূড়ান্ত করা হয়।
মতামত