বিনোদন

শাকিব খান এর নতুন বার্তা

প্রিন্ট
শাকিব খান এর নতুন বার্তা

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদন:

প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। চলতি বছরের দুই ঈদে মুক্তি পায় তার ‘বরবাদ’ এবং ‘তাণ্ডব’- সিনেমা। ছবি দু’টির সাফল্যের পর কিছুটা অবসর সময় কাটাতেই তার যুক্তরাষ্ট্র সফর। এই সফরে তার সঙ্গে রয়েছে ছোট ছেলে শেহজাদ খান বীর ও প্রাক্তন স্ত্রী শবনম বুবলী। তবে, নিজের ফেসবুক স্টোরির মধ্যদিয়ে ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এ নায়ক। গতকাল সেই বার্তায় শাকিব খান লিখেছেন, দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড় পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারো সাহসী নতুন উদ্যোগ নেয়া। শাকিব লিখেছেন, বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগিরই ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইলো। চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।