সারাদেশ

ডেভেলপমেন্ট ফর সোসাইটির কম্বল বিতরণনানা

প্রিন্ট
ডেভেলপমেন্ট ফর সোসাইটির কম্বল বিতরণনানা

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে জেলা প্রশাসকের তহবিল হইতে প্রাপ্ত শীতবস্ত্র কম্বল গরিব ও অসহায় সদস্যদের মাঝে বিতরণ করেছে ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) নামে একটি মহিলা সমিতি।



সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সমিতির কার্যালয়ে সমিতির সভানেত্রী শাহানাজ পারভীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদিকা শাহিনূর পারভীনের সঞ্চালনায় গরিব ও অসহায় সদস্যদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। 



এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি ও ডিপিএস এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, কটিয়াদী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল হাসান উজ্জল,জাতীয় অর্থনীতি পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন,কটিয়াদী পৌরসভার টিকাদানকারী সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের দর্পনের কটিয়াদী উপজেলা প্রতিনিধি মোফাসেল সরকার,বিজয় টিভির কটিয়াদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক এখলাস উদ্দিন ও কামারকোনা যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মেন্দু প্রমুখ। 



এসময় ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম জেলা প্রশাসনের তহবিল হতে সমিতির মাঝে কম্বল বরাদ্দ প্রদান করায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খাঁনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ডেভেলপমেন্ট ফর সোসাইটির সভানেত্রী শাহানাজ পারভীন তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান মহোদয়কে আমাদের সমিতির অনুকূলে কম্বল বরাদ্দ প্রদান করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করি।এ বছর প্রায় শতাধিক গরিব ও অসহায় সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছি।আমাদের এ কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।