প্রতিনিধি :-
মনিরুল ইসলাম
জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা,
২০২৪ সালের গন -অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শুধু একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফল নয় বরং, এটি ছিল দীর্ঘকাল ধরে সমাজের জমে ওঠা বঞ্চনা , ক্ষোভ, যন্ত্রণা ও ন্যায়বোধ একসময়ে তীব্র আন্দোলনের রূপ নেয়। সমাজে বৈষম্য ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক বিশাল গন বিস্ফোরণ। এ সময় দেশের উত্তর থেকে দক্ষিণ, নগর থেকে গ্রাম পর্যন্ত হাজার হাজার তরুণ- তরুণী ছাত্র-ছাত্রী শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক ,পেশাজীবী এবং সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলেন। তাদের কন্ঠে ধ্বনিতে হয়েছিল প্রতিবাদের স্লোগান, চোখে মুখে ছিল নিপীড়নের বিরুদ্ধে প্রত্যয় আর হৃদয় বহমান ছিল একটি ন্যায়বিত্তিক সমাজের স্বপ্ন: একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা।
ঠিক তেমনিভাবে নতুন বাংলাদেশ গড়তে নতুন প্রজন্ম জানবে ইতিহাস আমাদেরকে যে শিক্ষা দেয়, যে জাতি নিজের সংগ্রাম আত্মত্যাগ ও চেতনার উত্তরাধিকার ভুলে যায় সে জাতি স্থায়ী পরিবর্তন আনতে পারে না। আজ যখন আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করি, তখন এই স্মরণ যেন কেবল একটি অতীত অধ্যায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং হয়ে উঠুক ভবিষ্যতের প্রতি এক তৃপ্ত অঙ্গীকার? এই স্মৃতি হোক আমাদের বিবেকের জাগরণ চেতনা তৃপ্তি এবং সামস্তিক ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার পাথেয়। অবশেষে প্রিয় মানুষগুলোর সাথে স্মৃতি কিছু স্থিরচিত্র।।
লেখক :-
তারেকুল ইসলাম
প্রফেসার
কচুয়া সরকারি ডিগ্রী কলেজ
মতামত