আওয়ামী লীগ

বগুড়ায় নাশকতা মামলার আসামী সাবেক ছাত্রলীগের সভাপতির পিএস নাঈম গ্রেফতার

প্রিন্ট
বগুড়ায় নাশকতা মামলার আসামী সাবেক ছাত্রলীগের সভাপতির পিএস  নাঈম গ্রেফতার

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫

শেরপুর(প্রতিনিধি)বগুড়া:


বগুড়া শহরতলীর সিলিমপুর উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে বাধাদান, ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানোর নাশকতা মামলার আসামী মোঃ নাঈম (২৮) গ্রেফতার। 

র‌্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে বাধাদান, ককটেল নিক্ষেপ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুরুতর আহত করায় বগুড়া সদর থানায় একটি মামলা নথিভূক্ত করা হয়। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া উক্ত নাশকতা মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে একটি চৌকষ আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তদন্ত সাপেক্ষে জানতে পারে যে, মোঃ নাঈম (২৮), বগুড়া সাবেক ছাত্রলীগের সভাপতির পিএস ছিলেন এবং বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টি করায় তার বিরুদ্ধে থানার মামলা নং- ৩৭, তারিখ-১২/০৯/২০২৪ ইং ধারা- ১৪৩/৩২৩/৩৫৪/১১৪ দঃ বিঃ তৎ সহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ রুজু হয়।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে, উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২ মহোদয়ের দিকনির্দেশনায় রবিবার ৩ আগস্ট রাত আনুমানিক ৩ টায় উক্ত আভিযানিক দল বগুড়া ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় আসামির বসত বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ নাঈম (২৮) পিতা  মৃতঃ মনোয়ার হোসেন লাল মিয়া, সাং ছিলিমপুর উত্তরপাড়া বগুড়া‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।