সম্পাদকীয়

লঘাটি শাহ খাজা (রাঃ) ফাতিরিয়া ইবতেদায়ী মাদ্রাসার অভূতপূর্ব ফলাফল

প্রিন্ট
লঘাটি শাহ খাজা (রাঃ) ফাতিরিয়া ইবতেদায়ী মাদ্রাসার অভূতপূর্ব ফলাফল

ছবি : লঘাটি শাহ খাজা (রাঃ) ফাতিরিয়া ইবতেদায়ী মাদ্রাসার অভূতপূর্ব ফলাফল


প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫

লঘাটি শাহ খাজা (রাঃ) ফাতিরিয়া ইবতেদায়ী মাদ্রাসার অভূতপূর্ব ফলাফল

পরীক্ষার ফলাফল ও পুরস্কার  বিতরণ। 

নিজস্ব প্রতিবেদক:সাহাদাত হোসাইন 

বড়লেখা উপজেলার দাসের বাজার লঘাটি গ্রামে অবস্থিত “লঘাটি শাহ খাজা (রাঃ) ফাতিরিয়া ইবতেদায়ী মাদ্রাসা” এবারের ইবতেদায়ী অর্ধ বাষিক  পরীক্ষায় অসাধারণ ও গৌরবজনক ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠানের ইতিহাসে এটিকে অন্যতম শ্রেষ্ঠ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ফলাফলের বিবরণ:

মোট  ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে  জন শিক্ষার্থী শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আশা জনক ফলাফল পেয়ে  উত্তীর্ণ হয়েছে। এবারের ফলাফল সেই তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত এবং প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

সেরা ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীরা:

(মিনহাজ ছিদ্দিকী) 

( নওশীন আক্তার) 

(রাহাতুর  রহমান রাহি)

(তাহিয়া আক্তার) 

(মাহিয়া আক্তার) 

(নওশাদ আরিফিন মুসা)  

(আব্দুর রহমান আল হুসাইন) 

(সিদরাতুল মুনতাহা) 

(সম্পূর্ণ তালিকা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত)

 পুরস্কার বিতরণ:

এই গৌরবময় সাফল্য উপলক্ষে শনিবার সকালে ১১ ঘটিকায়  মাদ্রাসা ভবনে আয়োজন করা হয় এক ফলাফল প্রকাশ  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 ছবিতে:

শিক্ষক ও অতিথিদের সামনে অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে চলছে অভিভাবক সমাবেশ।

(ছবি: নিজস্ব প্রতিবেদক)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান  আব্দুর রহমান ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিক উদ্দিন‚ সাহেব শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সমছ উদ্দিন ।

বিশেষ অতিথি ছিলেন:মাদ্রাসার কোষাধক্ষ্য 

জনাব মোহাম্মদ রাসেল আহমদ  পরিচালনা কমিটির ক্যাশিয়ার 

অভিভাবক প্রতিনিধি : মো: সাহাদাত হোসাইন (রাহীম)

শিক্ষক প্রতিনিধি : মাওলানা মুজিবুর রহমান সাহেব 

সহকারী শিক্ষক প্রতিনিধি :মোছা: হামিদা বেগম এবং সহকারি শিক্ষিকা  মোছা: তাহসিন রহমান রুপা 

 বক্তৃতায় উঠে আসে গুরুত্বপূর্ণ বার্তা:

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

> "এই মাদ্রাসা আমাদের সন্তানেরা শুধু ধর্মীয় জ্ঞানেই নয়, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আমাদের এলাকার মুখ উজ্জ্বল করবে।"

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন 

> "আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও যত্ন বজায় রেখেছি। শিক্ষকদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের চেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।"

পুরস্কার বিতরণ:

উচ্চফলপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় খাতা কলম পেন্সিল ইত্যাদি । শিক্ষার্থীরা আনন্দিতভাবে মঞ্চে উঠে তাদের পুরস্কার গ্রহণ করে। অনুষ্ঠানে পুরস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে উপদেশও দেওয়া হয়।

অভিভাবকদের অনুভূতি:একজন অভিভাবক বলেন,

> "আমার মেয়ে সিদরাতুল মুনতাহা  অত্যান্ত   ভালো করেছেন  । এই মাদ্রাসায় ভর্তি করানো ছিল আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত। শিক্ষকরা খুব যত্নবান।"

আরেকজন অভিভাবক জানান,

> "এই ধরনের ফলাফল অনুষ্ঠানে আশা  খুব প্রয়োজন। আমরা সরাসরি শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে পারি।"

 ভবিষ্যৎ পরিকল্পনা:

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, আগামী বছর থেকে আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়েও বিশেষ পাঠ চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, অভিভাবক স্টুডেন্ট তহবিল ও সাপ্তাহিক সভা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত , সনদপ্রাপ্ত কারি দ্বারা মখসের   মাধ্যমে কুরআন শিক্ষা দেওয়া হয় ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা বিশেষ নজর দেওয়া হয়  এবং কৃতিত্ব ভিত্তিক স্কলারশিপ চালু করা হবে। উপসংহার:

লঘাটি শাহ খাজা (রাঃ) ফাতিরিয়া ইবতেদায়ী মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি এই এলাকার একটি আলোচিত মডেল। প্রতিনিয়ত উন্নয়নের পথে অগ্রসর এই প্রতিষ্ঠান ভবিষ্যতের জন্য এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত হয়ে উঠছে।