ছবি : সংগৃহীত
জেলা প্রতিনিধি
মোঃ বোরহান উদ্দিন
শেরপুর /বগুড়া
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ আখ্যা দিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে দুদক যুক্তরাষ্ট্রে এসে তার সম্পত্তি জব্দ করে দেখাক।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, "যুক্তরাষ্ট্রে সত্যিকারের আদালত ও আইন আছে। দুদক আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চাইলে, আমি তাদের চ্যালেঞ্জ করছি, তারা এসে সেটা করুক। আমার আইনজীবীরা দুদকের মোমেনকে মার্কিন আদালতে মামলা করার জন্য অপেক্ষা করবেন।"
সজীব ওয়াজেদ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের ওপর থেকে জনগণের মনোযোগ সরাতেই দুদককে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তিনি বলেন, "এই সরকার বিক্ষোভ ও চাপের মুখে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়ে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে।"
ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিকানার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমার একটিই বাড়ি, যা ২০১৮ সালে কেনা। বিবাহবিচ্ছেদের পর শুধু নাম পরিবর্তন করা হয়েছে। আগের বাড়ি বিক্রি করেই এই বাড়িটি কেনা হয়।" তিনি আরও জানান, তিনি কোনো সরকারি কর্মকর্তা নন, বরং একজন আইটি উদ্যোক্তা হিসেবে বৈধভাবে অর্থ উপার্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রে কর দিয়েছেন।
তার দাবি, এই অভিযোগের আসল উদ্দেশ্য হলো তার ঠিকানা প্রকাশ করে তাকে বিপদে ফেলা। তবে এতে তিনি ভীত নন উল্লেখ করে আমেরিকার বন্দুক আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আমি নিজেকে রক্ষা করতে খুব সক্ষম। আমার বাড়ি ৩২ নম্বর নয়।"
পোস্টের শেষে তিনি দৃঢ়তার সাথে বলেন, "ইউনূস সরকার আমার কিছুই করতে পারবে না।" তার এই ফেসবুক পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মতামত