বিনোদন

দুষ্ট কোকিল এ নতুন রেকর্ড

প্রিন্ট
দুষ্ট কোকিল এ নতুন রেকর্ড

ছবি : দুষ্ট কোকিল গান এর স্ক্রিনপ্লে থেকে


প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫

ভিউয়ের দিক দিয়ে নতুন রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মাত্র এক বছরে চরকি ও এসভিএফ এই দুই চ্যানেল মিলিয়ে ইউটিউবে গানটির দর্শক ভিউ ৫০ কোটি পার হয়েছে। এত কম সময়ে ইউটিউবে দেশীয় বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আকাশ সেন। কথা ও সুর রচনা করেছেন আকাশ সেন। ‘তুফান’ ছবির এ গানে পারফর্ম করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী।