ছবি : আমার শেষ কথা
জয় চৌধুরী, কাজী জারা টায়রা অভিনীত এবং মোহাম্মদ ইসলাম মিয়া পরিচালিত 'আমার শেষ কথা' সিনেমার অফিসিয়াল পোস্টার! সিনেমাটি আগামী ৫ই সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখ্য-এটি শানাই মাহবুব এবং রাসেল মিয়া অভিনীত গতবছরের সিনেমা 'ময়নার শেষ কথা' এর সিক্যুয়েল নয়।
মতামত