ছবি : সংগৃহীত
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘Anonymous Main Page’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ, যারা দুর্ঘটনার ঠিক একদিন আগেই একটি স্কুল বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করেছিল।
ঘটনার একদিন আগে, উক্ত ফেসবুক পেজ থেকে মুখোশ পরা এক ব্যক্তির ছবি পোস্ট করে লেখা হয়, "একটি স্কুল ভবন ভেঙে পড়বে এবং অনেক শিশু প্রাণ হারাবে। ভবনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এই ভয়াবহ বিপর্যয় ঘটবে। আমরা এই আসন্ন বিপর্যয় এড়ানোর জন্য আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করব।" পোস্টে মুখোশ পরা ব্যক্তিকে 'দ্য আর্কিটেক্ট' হিসেবে উল্লেখ করা হয়।
এরপর, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের খবর প্রকাশ্যে আসতেই পেজটি আবার একটি পোস্ট দেয়। সেখানে তারা বিমান বিধ্বস্তের একটি ছবি শেয়ার করে নিজেদের আগের সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দেয় এবং লেখে, "আমরা অ্যানোনিমাসরা সব সময়ই আগে থেকে সতর্কবার্তা দিই। এটা লজ্জার যে আমাদের অবহেলা করা হয়, আমাদের সতর্কবার্তা গুরুত্ব সহকারে নেওয়া হয় না।"
এই দুটি পোস্ট পাশাপাশি আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। অনেকেই পেজটির ভবিষ্যৎবাণী এবং বাস্তব ঘটনার এই সংযোগে বিস্ময় প্রকাশ করলেও, একটি বড় অংশ বিষয়টিকে 'কাকতালীয়' বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের যুক্তি, পেজটির পোস্টে ভবন ধসের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে ঘটেছে বিমান দুর্ঘটনা। দুটি ঘটনার ধরণ সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া, কোনো নির্দিষ্ট স্কুলের নাম বা স্থানের উল্লেখ না করে এমন একটি সাধারণ সতর্কবার্তা দিয়ে পরে যেকোনো দুর্ঘটনাকে নিজেদের সাফল্য হিসেবে দাবি করে পেজটি প্রচার পাওয়ার চেষ্টা করছে বলেও অনেকে মনে করছেন।
পেজটির দাবি অনুযায়ী, তারা আগেই সতর্ক করেছিল কিন্তু তাদের কথা কেউ শোনেনি। যদিও তাদের ভবিষ্যৎবাণীর সাথে দুর্ঘটনার ধরণ ও কারণের কোনো মিল নেই, উত্তরার মাইলস্টোন কলেজের এই নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে ‘Anonymous Main Page’ পেজটি এক নতুন রহস্যের জন্ম দিয়েছে এবং সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
মতামত