প্রতিনিধি :-
মনিরুল ইসলাম
জেলা স্টাফ রিপোর্টার, কুমিল্লা,
আজ দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের প্লে নার্সারি ভবনের ওপর।
যেখানে কিছুক্ষণ আগেও শিশুরা খেলছিল, হেসে উঠছিল-সেখানেই মুহূর্তে লাশ, আগুন আর ছিন্নভিন্ন শরীর।
অনেক ছোট ছোট শিক্ষার্থী আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে… কেউ কেউ জীবন্ত দগ্ধ।
এই বয়সে যেখানে বই-খাতার গন্ধে ভরে থাকার কথা জীবন, সেখানে আজ বার্ন ইউনিটের ধোঁয়ায় ঢেকে গেছে সব।
পরিবারগুলো ছুটে এসেছে কান্নায় ভেঙে পড়ে -কারো সন্তান আর নেই, কারো ছেলেটা চুপচাপ পড়ে আছে ICU-তে।
এই প্রশ্ন এখন সবার মনে-
কীভাবে এমন জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলতে পারে? কে নেবে এর দায়?
আমরা বাকরুদ্ধ… অসহায়…
আল্লাহ এই নিষ্পাপ শিশুদের শহীদ হিসেবে কবুল করুন।
আহতদের সুস্থতা দান করুন।
আর আমাদের রাষ্ট্র ও প্রশাসনকে এমন ভয়াবহ উদাসীনতা থেকে শিক্ষা নিতে দিন।
আজকের দিনটা শুধু উত্তরা নয়, পুরো বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ।
মতামত