অপরাধ

নেশার টাকার জন্য কানের দুল ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যা, আদালতে আসামির জবানবন্দি

প্রিন্ট
নেশার টাকার জন্য কানের দুল ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যা, আদালতে আসামির জবানবন্দি

ছবি : সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান হত্যা মামলায় গ্রেপ্তার রেজোয়ান কবির


প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরার আশাশুনিতে ৯ বছরের শিশু নুসরাত জাহান হত্যার ঘটনায় রেজোয়ান কবির ওরফে জনি (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে আসামি রেজোয়ান কবির আদালতে স্বীকারোক্তি দিয়ে জানিয়েছেন, নেশার টাকার জন্য কানের দুল ছিনতাই করতে গিয়ে তিনি শিশু নুসরাতকে শ্বাসরোধে হত্যা করেন।

এর আগে গত শনিবার বেলা তিনটার দিকে উপজেলার আগরদাড়ি গ্রামের এক পুকুরের পাড়ে নুসরাতের লাশ পাওয়া যায়। আজ সোমবার বেলা একটার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বছরের শিশু নুসরাত জাহান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশাশুনির আগরদাড়ি গ্রামের রেজোয়ান কবিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে