জনপ্রিয় তেলুগু কৌতুক অভিনেতা ভেঙ্কট রাজ আর নেই। যিনি সিনেমাপ্রেমীদের কাছে ‘ফিশ ভেঙ্কট’ নামে পরিচিত ছিলেন। শুক্রবার (১৮ জুলাই) ভারতের হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। বহুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। গত ৯ মাস ধরে তিনি হায়দরাবাদের বোদুপালের আরবিএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার উভয় কিডনি বিকল হয়ে গিয়েছিল।চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ রুপি প্রয়োজন ছিল বলে জানায় পরিবার। তবে অর্থসংকটের কারণে পূর্ণ চিকিৎসা সম্ভব হয়নি। সম্প্রতি অভিনেতা বিশ্বক সেন তাকে ২ লাখ রুপি সহায়তা প্রদান করলেও তা পর্যাপ্ত ছিল না
মতামত