স্বাস্থ্য

লালমাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রিন্ট
লালমাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫

প্রতিনিধি

মনিরুল ইসলাম, জেলা স্টাফ রিপোর্টার, কুমিল্লা, 

\'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন\' এ প্রতিপাদ্যকে সামনে রেখে   উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। 

১৪জুলাই (সোমবার), ১১টায় লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রণজিৎ সেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সৈয়দা তাহসিন সিফাত।

এসময়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী পরিবার কল্যাণ সহকারী লাভলী বড়ুয়া,পরিবার কল্যাণ পরিদর্শিকা খোদেজা আকতার,পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শরীফ হোসাইন,উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) সঞ্জয় চন্দ্র পাল,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র বাগমারা উত্তর ও ইউনিয়ন পরিষদ বাগমারা উত্তর মনোনীত হওয়ায় পুরস্কার প্রদান করা হয়।