শিক্ষা

কর্মধা ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ পরীক্ষা সম্পন্ন

প্রিন্ট
কর্মধা ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪

কর্মধা ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ পরীক্ষা সম্পন্ন


 কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বৃহত্তর সামাজিক সংগঠন কর্মধা ট্রাস্ট  এর উদ্যোগে ১ম বারের মত ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা  ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার  (২২ ডিসেম্বর) দিনব্যাপী কর্মধা  উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনে অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কর্মধা ট্রাস্টের প্রধান পরিচালক এম জালাল সিদ্দিকী, কর্মধা ট্রাস্ট সাপোর্টার্স ফোরামের উপদেষ্টামন্ডলী সভাপতি জাহিদুল ইসলাম সহ কর্মধা ট্রাস্টের সকল দায়িত্বশীলরা  হল পরিদর্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ  জানান,কর্মধা  ট্রাষ্ট এর আয়োজনে এ অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতি ও অগ্রতির লক্ষে ১ম বারের মতো  আয়োজিত হচ্ছে। 


কেন্দ্র পরিদর্শন শেষে অভিবাবকরা জানান  আমরা  খুবই আনন্দিত শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে,আগামীতে কর্মধা ট্রাস্ট  নিয়মিত এ কার্যক্রম অব্যাহত রাখবে এবং তাদের মেধাবৃত্তি যেন প্রতি বছর আয়োজন করে সে প্রত্যাশা রাখবো।