বরিশাল

বসুন্ধরা শুভসংঘ, আমতলী উপজেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

প্রিন্ট
বসুন্ধরা শুভসংঘ, আমতলী উপজেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

প্রকাশিত : ১১ জুলাই ২০২৫

সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে থাকা দেশের অন্যতম সংগঠন বসুন্ধরা শুভসংঘ-এর আমতলী উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে ৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। এই কমিটি গঠনের মাধ্যমে উপজেলার তরুণ সমাজসেবীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এ্যাডভোকেট মিজানুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত।

নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, তরুণ উদ্যোক্তা ও সাংস্কৃতিক সংগঠকরা। নতুন নেতৃত্বের মাধ্যমে আমতলীতে সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

নতুন কমিটির সদস্যরা বলেন,

“আমরা সবাই একসাথে কাজ করতে চাই। কারো পেছনে নয়, সবাই পাশে—এটাই হবে আমাদের মূল চেতনা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের পাশে থাকা, পরিবেশ রক্ষা এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হবে আমাদের প্রাথমিক লক্ষ্য।”

বসুন্ধরা শুভসংঘ মূলত বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক উদ্যোগ, যার মাধ্যমে সারা দেশে ছাত্রছাত্রী, তরুণ, পেশাজীবী ও সমাজকর্মীদের নিয়ে নানাবিধ সেবামূলক ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আমতলী উপজেলা শাখা পূর্বেও নানা কার্যক্রম পরিচালনা করেছে যেমন,বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ,বৃক্ষরোপণ কর্মসূচি,রক্তদান ও সচেতনতা প্রচার,কুইজ ও বইপাঠ প্রতিযোগিতা,গরিব ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ।

নবনির্বাচিত কমিটির সভাপতি জানান, “আগামী দিনে আমরা শিক্ষাক্ষেত্রে সহায়তা, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ রক্ষায় আরও পরিকল্পিত উদ্যোগ নেব। বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় আমতলী উপজেলাকে একটি মানবিক ও সচেতন মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

কমিটি ঘোষণার পর বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা নতুন কমিটিকে অভিনন্দন জানান।