এবারে বাংলাদেশের সকল বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটি কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১৩৯০৩২।
গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ড গুলো আলাদা আলাদা ভাবে ফল প্রকাশ করছে।
এসএসসি পরীক্ষার সকল বোর্ডের পাশের হার,
ঢাকা। ৮৩. ৯২ %
চট্টগ্রাম ৮২. ৮০ %
কুমিল্লা ৭৯. ২৩ %
বরিশাল ৮৯. ১৩ %
দিনাজপুর ৭৮.৪৩ %
রাজশাহী ৮৯. ২৬ %
যশোর ৯২. ৩৩ %
সিলেট ৭৩. ৩৫ %
ময়মনসিংহ ৮৫. ০০ %
মতামত