স্বাস্থ্য

কেশবপুরে জলাতঙ্ক প্রতিরোধে ৩০০ রেবিক্স ভ্যাকসিন ও ৫ হাজার মাস্ক হস্তান্তর

প্রিন্ট
কেশবপুরে জলাতঙ্ক প্রতিরোধে ৩০০ রেবিক্স ভ্যাকসিন ও ৫ হাজার মাস্ক হস্তান্তর

ছবি : রেবিক্স ভ্যাকসিন ও মাস্ক হস্তান্তর করেন ইউএনও রেকসোনা খাতুন।”


প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫

কেশবপুরে জলাতঙ্ক প্রতিরোধে ৩০০ ভায়াল রেবিক্স ভ্যাকসিন ও ৫ হাজার মাস্ক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, মিজানুর রহমান কেশবপুর(যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রেবিক্স ভ্যাকসিনের (জলাতঙ্ক প্রতিষেধক) অভাবে সাধারণ মানুষ, বিশেষ করে কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে আহত দরিদ্র রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ সংকট দূর করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ পিচ অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন ও ৫ হাজার পিস মাস্ক হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেনের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রকৌশলী নাজিমুল হক উপস্থিত ছিলেন।

ডা. আলমগীর হোসেন জানান, “গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক রেবিক্স ভ্যাকসিনের সরবরাহ বন্ধ ছিল। ফলে কামড়ের শিকার হয়ে আসা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হয়েছে, যা অনেকের পক্ষেই সম্ভব ছিল না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, “হাসপাতালে ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০০ পিচ রেবিক্স ভ্যাকসিন সরবরাহ করেছি, যা প্রায় ৪০০ জন রোগীর প্রয়োজনে ব্যবহার করা যাবে। পাশাপাশি আগত সেবাপ্রার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ৫ হাজার মাস্ক সরবরাহ করা হয়েছে।”

স্থানীয়দের আশা, এই উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা যেমন বাড়বে, তেমনি দরিদ্র ও দুর্গম এলাকা থেকে আসা মানুষজনও প্রয়োজনীয় চিকিৎসা সেবা সহজে পাবেন।