সারাদেশ

চিরিরবন্দরে মরহুম শাহ তছলিমউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

প্রিন্ট
চিরিরবন্দরে মরহুম শাহ তছলিমউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪

চিরিরবন্দরে মরহুম শাহ তছলিমউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’ স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে রানীরবন্দর আইডিয়াল ক্লাবের উদ্যোগে আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয় মাঠে ৮ দলীয় মরহুম শাহ তছলিমউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর বিকাল ৪টায় এ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।


সাবেক নশরতপুর ইউপি চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য ও রানীরবন্দর আইডিয়াল ক্লাবের সভাপতি মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) মো. আমিনুল হক শাহ, জনতা ব্যাংকের এজিএম (অবসরপ্রাপ্ত) শাহ মো. আব্দুল জলিল, আলোকডিহি ইউপি চেয়ারম্যান মো. তাজউদ্দিন হোসেন শাহ, আলোকডিহি জান বকস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, মরহুম শাহ তছলিমউদ্দিন আহমেদের কনিষ্ট পুত্র আহমেদ লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী শাহ আরিফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও এমসিএল ফুটবল একাডেমী ২-০ গোলে জয়পুরহাট আহাদ ফুটবল একাডেমীকে পরাজিত করে। খেলায় ঠাকুরগাঁও এমসিএল ফুটবল একাডেমীর অজয় রায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।