কবিতা

"তরুণ উদ্যোক্তা থেকে লেখক, সৃজনশীল মিশনে"কলম ধরেছেন ✍️এম এ ইয়াসিন আরাফাত

প্রিন্ট
"তরুণ উদ্যোক্তা থেকে লেখক,  সৃজনশীল মিশনে"কলম ধরেছেন ✍️এম এ ইয়াসিন আরাফাত

ছবি : তরুণ লেখক ও উদ্যমী বালক-এম এ ইয়াসিন আরাফাত


প্রকাশিত : ০৪ জুলাই ২০২৫

উদ্যোক্তা থেকে লেখক: সৃজনশীলতার পথে  এম এ ইয়াসিন আরাফাত — এক উদ্যমী কিশোর লেখক**

নিজস্ব প্রতিবেদক :মো মিজানুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি

**নাম: এম এ ইয়াসিন আরাফাত
**শিক্ষাগত যোগ্যতা: সদ্য এসএসসি পরীক্ষার্থী (২০২৫)
**অবস্থান: কেশবপুর(,যশোর,)বাংলাদেশ

এম এ ইয়াসিন আরাফাত — একজন তরুণ, সম্ভাবনাময় এবং বহুমুখী প্রতিভার অধিকারী। তার লেখা কয়কটি গল্প, ছোটো গল্প,ও ছড়া, মধ্যে উল্লেখযোগ্য সাবান চোর ছড়া টা প্রকাশ করা হলো তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের ঐতিহাসিক যশোর জেলার কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে।

*উল্লেখযোগ্য ছড়া:*

✍️ *রচনাকাল: ২৩/৬/২৫*

     সাবান চোর

✍️ এম এ ইয়াসিন আরাফাত 

কোনো এক ভর দুপুরে
অমালের তাল পুকুরে।
জমেছে নায়ের মেলা
ছোটদের সাবান খেলা।
ফ্যানাতে ভুত সেজে তাই
সবাইকে ভয় সে দেখায়।
আমিও যাবো ভাবলুম
সাবান নিতে দৌড়ে গেলুম।
গিয়ে দেখি সাবানটা নাই
সাবানটা কে নিলো হায়।
সাবান টাও আর মেলে না
আমার ও যাওয়া হলো না।
খুঁজতে গিয়ে সাবান আমি
পুরোটাই গিয়েছি ঘামি।
কি করি ভেবে না পাই
সাবানটা গেলো কোথায়।
হটাৎ গেলুম খাটের তলে
দেখি এক ছেঁড়া থলে।
ইঁদুরে এক ঘর করেছে
বস্তা গুলো সব কেটেছে।
পাশে দেখি সাবানও আছে
ইঁদুর বেটাই চূরি করেছে।
আমি বলি ওরে সালা
বাঁচতে হলে এখনি পালা।
তুইই তাহলে সাবান চোর
আজকে করবো খবর তোর।,,

এই ছড়ার মধ্য দিয়ে ইয়াসিন শুধু কল্পনার রসায়নই তৈরি করেননি, তুলে ধরেছেন শিশুতোষ মজার দুনিয়া, যা সব বয়সী পাঠককে আনন্দ দেয়।এমন এম এ ইয়াছিন শুধু লেখালেখি  মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, পরিচালনা  করছেন নিজ ব্যাবসা প্রতিষ্ঠান

এম এ ইয়াসিন আরাফাত আমাদের প্রমাণ করে দিয়েছেন —  নিজের চেষ্টায়, আগ্রহে, আর সৃজনশীলতায় যে কেউ হয়ে উঠতে পারে ব্যতিক্রম। তার এই লেখালেখির যাত্রা যেন আরও বহুদূর এগিয়ে যায় — এটাই আমাদের প্রত্যাশা।