ছবি : রাজশাহীর তানোর উপজেলার রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালানো হয়। আজ সকালে তোলা
রাজশাহীর তানোরে বাসশ্রমিকদের মারধরের জেরে সিএনজিচালিত অটোরিকশায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার কয়েকজন চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল সোমবার তানোরে অন্তত পাঁচ বাসশ্রমিককে মারধর করার অভিযোগ ওঠে অটোরিকশাচালকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল দুপুর থেকে আজ বিকেল পর্যন্ত রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। ফলে দুর্ভোগে পড়েন সংশ্লিষ্ট যাত্রীরা। বিষয়টির সুরাহার জন্য রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) নুর আলম সিদ্দিকীর সঙ্গে আজ দুপুরে সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের দুই পক্ষই পরস্পরের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর বিকেল সোয়া চারটার দিকে বাস চলাচল স্বাভাবিক করার বিষয়ে মাইকিং করা হয়। এক দিন পর রাজশাহী থেকে বিভিন্ন রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
মতামত