ছবি : মৌলভীবাজারে রাসুল (সা.) ও সাহাবিদের কটুক্তির দায়ে আইনজীবী গ্রেফতার
মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং সাহাবী হযরত উমর (রা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে মৌলভীবাজার জেলা আইনজীবী বারের এক মহিলা আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটককৃত আইনজীবীর নাম উমাইরা ইসলাম (৩০)।
শনিবার (২৮ জুন) বিকেলে শহরের ক্লাব রোডস্থ তার বাসা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, উমাইরা ইসলাম দীর্ঘদিন ধরে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং তার সঙ্গী সাহাবিদের নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক মন্তব্য করে আসছিলেন।
সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত ওসি গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, "অভিযোগ পেয়ে আটককৃত আইনজীবী উমাইরা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায়আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মতামত