রাজশাহী

আমি চাষীদের মাথায় হাত প্রতি মণ ৫২-৫৪

প্রিন্ট
আমি চাষীদের মাথায় হাত প্রতি মণ ৫২-৫৪

ছবি : আম রুপালি


প্রকাশিত : ২৭ জুন ২০২৫

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ, কানসাট বাজারে প্রতি মণ আম ধরা হচ্ছে ৫২-৫৪ কেজিতে ‌।

গুটি জাতের আম প্রায় শেষ পর্যায়ে তবে মিলছে না প্রাপ্ত দাম বর্তমান বাজারে আম বেচা কিনা হচ্ছে হিমসাগর (৩৫০০-৪৫০০) জিআই স্বীকৃত ফজলি আম বিক্রি হচ্ছে (৮০০-১৫০০) এবং অত্যন্ত সুস্বাদু রূপালি আম বিক্রি হচ্ছে (২৫০০-৩৫০০) তার পাশাপাশি লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে (৭০০-১২০০)‌ টাকা।

একজন আম চাষি: প্রতি বছরের তুলনায় আম খরচ এবং যাতায়াত খরচ বেড়েছে তবে ন্যায্য দাম পাচ্ছি না আমরা অন্য অন্য বছরে তুলনায় এবার আমের দাম কম হয় ২ লক্ষ টাকা লোকসান হতে পারে আমার এই ব্যবসার উপরে আমার লোন আছে জানিনা কিভাবে লোন শোধ করব বাচ্চাদের খাওয়াবো কি?

চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন। এটি ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষের উপর ভিত্তি করে ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় এ বছর আমের ফলন বেশি হবে বলে আশা করা হচ্ছে।