প্রিয় পাবনা-২ (-সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুগণ,
আসসালামুআলাইকুম ।।
আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্র রাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈত্রিক নিবাস পাবনা-২ আসন কে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।
আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুন ভাবে ব্যাথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
আমি স্পষ্ট করে বলতে চাই— দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক তার এতটুকু ব্যত্যয় হবে না । আমি আজীবন পাবনা-২ এর গনমানুষের সাথেই ছিলাম, আছি,থাকব ইনশাআল্লাহ । এখানকার মাটি, মানুষ, নেতাকর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষকদলের নেতা কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩ এর গনমানুষ।
আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হবো।আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।
ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ
কৃষিবিদ হাসান জাফির তুহিন
মতামত