শিক্ষা

গাজীপুরের কালিয়াকৈর সফিপুরের আইডিয়াল অডিটরিয়াম হলে বাবার চশমা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ।

প্রিন্ট
গাজীপুরের কালিয়াকৈর সফিপুরের আইডিয়াল অডিটরিয়াম হলে বাবার চশমা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ।

প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪


গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে বই মেলার ২১ ডিসেম্বর  শনিবার বিকেলে প্রতিষ্ঠানের অডিটরিয়াম হলে বাবার চশমা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত । 

কালিয়াকৈর উপজেলা যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীমের লেখা প্রথম কাব্য গ্রন্থ প্রকাশনা উৎসবে

 সভাপতিত্ব করেন সফিপুর আইডিযাল পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান  হাবিবুর রহমান।

 এ সময় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক। 

মাহবুব হাসান মেহেদী যুগ্ম সাধারন সম্পাদক। 

এ এইচ এম শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক

সেলিম হোসেন দপ্তর সম্পাদক 

মাইনুল সিকদার তথ্য ও গবেষনা সম্পাদক। 

শাহআলম সিকদার সাহিত্য সম্পাদক সপন সরকার

সিনিয়র শিক্ষক মোঃ তারেক  ও সবুজ মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 


উক্ত বই মেলার আয়োজক কমিটি জানায়, আমাদর ৬টি ষ্টেলে বই মেলায় প্রচুর বই শোভা পাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও দুরদুরান্ত থেকে বই প্রেমিক লোকজন মেলায় আসছেন। অনেকেই নানা ধরনের বই কিনে নিচ্ছে। অনেক বইয়ের মাঝে স্থানীয় সাংবাদিক সরকার আব্দুল আলীমের বাবার চশমা বইটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অন্যের বইয়ের পাশাপাশি বাবার চশমা বই বিক্রি হচ্ছে। 


প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বর্তমানে দিন দিন সাধারন মানুষ মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে সাথে ছোট ছোট বাচ্চারা ও তাই শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা হয়। বই মেলার কারনে শিক্ষার্থীদের সাথে সাথে সাধারন মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন আমাদের এই বই মেলা তিন দিন ব্যাপী বই মেলায় চলবে ও লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে ও পুরস্কার প্রদানের মাধ্যম দিয়ে  এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে বই মেলার সমাপ্তি ঘোষনা করা হইবে।