ছবি : লিজার খেজুর বাগানে ফল ধরা গাছের দৃশ্য
সৌদি খেজুর চাষে নারী উদ্যোক্তার সাফল্য — কেশবপুরের লিজার অনন্য দৃষ্টান্ত
মিজানুর রহমান, কেশবপুর, যশোর:
নারীরা আজ আর পিছিয়ে নেই, সে প্রমাণ আবারও রাখলেন যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের লিজা। কৃষি খাতে নারীর অংশগ্রহণ ও সাফল্যের নতুন ইতিহাস গড়েছেন তিনি—এবার সৌদি জাতের খেজুর চাষে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন।
লিজা জানান, সৌদি আরব খেজুর চাষ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি নিজ উদ্যোগে খেজুর চাষ শুরু করেন। বর্তমানে তাঁর বাড়িতে প্রায় ৪০টি খেজুর গাছ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর তিনটি গাছে ফল এসেছে। লিজা আশা করছেন, আগামী বছরগুলোতে অধিকসংখ্যক গাছে ফল ধরবে এবং এ উদ্যোগ থেকে আর্থিক সাফল্যও অর্জন করা সম্ভব হবে।
এই উদ্যোগের পেছনে রয়েছে অনেক পরিশ্রম ও ধৈর্যের গল্প। প্রতিকূল পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লেগেছে গাছগুলোকে। তবে লিজা বলছেন, নিয়মিত পরিচর্যা ও যত্নই এই সফলতার মূল চাবিকাঠি।
স্থানীয় লোকজন জানান, দেশের মাটিতে সৌদি খেজুর চাষে সাফল্য পাওয়া অত্যন্ত আশাব্যঞ্জক। এই উদ্যোগ অন্য নারীদেরও উদ্বুদ্ধ করবে কৃষিতে এগিয়ে আসতে।
কৃষিনির্ভর এই সমাজে লিজার উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের কৃষি খাতে নারীদের সক্রিয় অংশগ্রহণের অনুপ্রেরণাও বটে।
মতামত