কবিতা

কারবালা সারা দুনিয়ায়

প্রিন্ট
কারবালা সারা দুনিয়ায়

প্রকাশিত : ২৬ জুন ২০২৫

কারবালা সারা দুনিয়ায়

মুজাহিদ বুলবুল 

এসেছে মুহাররাম— দেখি ওঠো হুসাইনী বীর

দেখি কোন হিম্মাতে গর্জায় এখনও ইয়াজিদ

দেখি আজ কী সাহসে ধেয়ে আসে সীমারের তীর

এলো ফের জিহাদের, শপথের নতুন তাগিদ।

কারবালা কারবালা— মুমিনের হৃদয়ে প্রোথিত

কালের উত্তাল স্রোতে ঈমানের শাশ্বত দায়

বুকে ধরো। মুজাহিদ সংগ্রামে হয় কি রে ভীত

ফোরাতের তীর ছেড়ে কারবালা সারা দুনিয়ায়...

রক্তের শপথের ঈমানের যে ইমতিহান

প্রাণের উর্ধ্বে ওঠে মিশে আছে আহলে বায়াতে

ফের তা উঠুক জ্বলে। যতসব মুনাফিকি টান

আবার হিসাব করো ছুঁড়ে দাও ইয়াজিদের হাতে;

এসেছে মুহাররাম— দেখো সেই আগুনের তাপ

জ্বলে পুড়ে ছাই হোক সমস্ত ইয়াজিদি প্রতাপ।